Friday, September 28, 2018

অবুঝ মন, খালি হাত...


কেমন লাগে বলতো যখন বুঝতে পারা যায় যে একটা খারাপ কিছু ঘটতে চলেছে। তুই জানিস যে হবেই। শুধু হওয়া টা বাকি। আটকানোর উপায় নেই।

জানি। একটা অদ্ভুত বিষণ্নতা। কেমন ঘোরের মতো। শুধু অপেক্ষা করা।

কিছুই ঠিক যাচ্ছে না রে। এইটার ওপরে খুব আশা করেছিলাম।

কেন করেছিস! জানিস না, আশ মানেই বাঁশ।

এটা ভালো বলেছিস।

তো, কি করবি? অপেক্ষা করা ছাড়া?

কি লাভ? সব ঠিক আছে ভেবে এগোনো যায়,কিন্তু যখন আর ঠিক থাকবেনা তখন তো যেটুকু এগোব সেটুকুই ব্যাথা দেবে।

ইডিয়ট। তুই ই না বলতিস সবসময় পজিটিভ ভাবতে।তাহলেই নাকি পজিটিভ হয়। কি হলো তার?

আর পজিটিভ। 

তাও ভাব। হতেও তো পারে যে যা হবে ভাবছিস তা হলো না।
ওরে, হওয়ার চান্স ই যে বড্ড বেশি।

চাকরি ছেড়ে জ্যোতিষ হয়ে বসে যা না।অতই যদি জানিস। আর যদি হয় ও বা, এই এখন যে ভালো ভাবছিস, খুশি থাকছিস সেটা তো কেউ কাড়তে পারবে না।

জ্ঞান দিস না। এদিকে আমার ভ্যাকেশন এর গাঁড় মারা পড়তে চলেছে আর তুই আমায় পাওলো কোহেলো মার্কা ডায়ালগ দিচ্ছিস।

চুপ।একদম চুপ। আমি জ্ঞান দেইনা। তোকে তো না। নিজে যা করেছি সেটাই বলি। তোর ছুটি তো আজ গেলে কাল হবে আবার। আমি অন্য জিনিস সামলেছি। হাতের মুঠো থেকে বালির মতো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বুঝেছি সম্পর্কটা। ইচ্ছে হয়েছে চিৎকার করি, আঁচড়ে কামড়ে ঝগড়া করে আটকে রাখি, কিন্তু কিচ্ছু না করে নিজের জায়গায় থেকেছি। যতক্ষন আছে ভালোভাবে থাক ভেবে। 
আর এখন ও পাওলো কোহেলো মার্কা ডায়ালগ দিয়ে বন্ধু হওয়ার কাজ করছি।

কুহু...

চুপ, একদম চুপ। জাস্ট থিংক পজিটিভ। তারপর Que sera sera.  

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.