Sunday, May 21, 2017

আকাশকুসুম

-
চল, একটা মই বানাই।
-কেন? গাছে তুলে কেড়ে নিবি বলে?
-ধ্যাৎ, স্বপ্ন দেখবো বলে।
-আচ্ছা?? মাটিতে পা রেখে আর দেখতে পারছিস না বুঝি?
-কি করে দেখবো? এখানে যে বড্ডো ভীড়। দম বন্ধ করা - বাস্তবের।
-সেই। যতদূর চোখ যায় শুধুই স্বার্থ আর আকাঙ্খার বহুতলের সারি।স্বপ্ন দেখার আকাশটাই তো ঢাকা পড়ে গেছে। 
-তাই তো বলছি। চল না, মই বানাই। 
-চল।পাদানি গুলো হবে ইচ্ছে দিয়ে তৈরি।
 - আর হাতল দুটো তৈরি হবে কল্পনা দিয়ে।
-এক পা দু পা করে উঠতে উঠতে একঘেয়েমির কার্নিশ ছাড়িয়ে, অভ্যাসের ছাদ পেড়িয়ে খামখেয়ালির মেঘলাতলায় পৌঁছে যাবো।
-তারপর সেই মেঘের গায়ে ঠেসান দিয়ে হালকা হালকা রেশমি সুতোর স্বপ্ন বুনব। 
 -যদি সুতো শেষ হয়ে যায়?
-হারিয়ে যাওয়া স্বপ্ন খুঁজে তাদের আবার গলিয়ে নিয়ে নতুন ছাঁচে সাজিয়ে নেব।
-আর নিজেই যদি হারিয়ে যাস?
-বৃষ্টি হয়ে ঝরবো ঝখন, বাস্তব তোর মিলিয়ে যাবে।
-আর.... মইটাই যদি না গড়া হয়??তবে?
-তুই সাথে থাক শুধু। এই মাটিতেই স্বপ্ন নামবে।