এখন আর কেউ পথ ভুলেও এখানে আসে না। তবে সেটারও বোধহয় একটা ভালো দিক আছে। নইলে এই কথা গুলো বলতাম কোথায়? কার কাছে?
না, মন ভালো নেই। এক্কেবারে। সব করছি। কাজকর্ম, খাওয়া দাওয়া, অফিস টফিস, বাজার হাট - কিন্তু প্রাণ আর নেই।
কিছুদিন আগেও এমন ছিল। এখন ও। তবে দুইয়ে কত তফাত।
আস্তে আস্তে সেরে উঠতে হবে। পুরোটা নাহয় আর নাই বা হল, যেটুকু হয় তাই বা কম কী?
জলদি ঠিক হয়ে ওঠ। নিজে।
No comments:
Post a Comment